মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৫৩
১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন হজ্জের এরাদা করিলেন লোকের মধ্যে ঘোষণা করিয়া দিলেন। সুতরাং লোক দলে দলে একত্র হইল। যখন তিনি বায়দা নামক স্থানে পৌঁছিলেন, এহরাম বাঁধিলেন। —বুখারী
عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ الْحَجَّ أَذَّنَ فِي النَّاسِ فَاجْتَمَعُوا فَلَمَّا أَتَى الْبَيْدَاءَ أَحْرَمَ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সীরতের কিতাবে আছে, বিদায় হজ্জে হুযূরের সাথে এক লক্ষের উপর লোক শরীক হইয়াছিল।
