মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৪৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৭। হযরত যায়দ ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি নবী করীম (ﷺ)-কে এহরামের জন্য সিলাইবিহীন কাপড় পরিতে ও গোসল করিতে দেখিয়াছেন। —তিরমিযী ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَجَرَّدَ لِإِهْلَالِهِ وَاغْتَسَلَ. رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
এহরামের পূর্বে গোসল করা এবং পরে এহরাম খোলা পর্যন্ত সেলাইবিহীন একটি তহবন্দ ও একটি চাদর পরা সুন্নত।
