মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৪৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) আঠাল জিনিস দ্বারা মাথার চুল জড় করিয়াছিলেন। – আবু দাউদ
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبَّدَ رَأْسَهُ بِالْغِسْلِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হুয়রের চুল মোবারক বাবরী ছিল। এহরামকালে চুলে চিরুনি করা বা তৈল মাখান নিষেধ। অতএব, উহা এলোমেলো না হওয়ার জন্য এইরূপ করা হইয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৪৮ | মুসলিম বাংলা