মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৪৬
১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্জে, হজ্জের সাথে উমরাকেও মিলাইয়াছিলেন এবং এইরূপে আরম্ভ করিয়াছিলেন, প্রথমে উমরার তালবিয়া বলিয়াছিলেন, অতঃপর হজ্জের তালবিয়া। — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ بدأَ فأهلَّ بالعمْرةِ ثمَّ أهلَّ بالحجّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, তিনি প্রথমে 'মুতামাত্তে' ছিলেন, পরে 'কারেন' হইয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৪৬ | মুসলিম বাংলা