মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৪৫
১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে বিদায় হজ্জের বৎসর বাহির হইলাম, —আমাদের মধ্যে কেহ কেহ শুধু উমরার এহরাম বাঁধিয়াছিলেন, আর কেহ কেহ হজ্জ ও উমরা উভয়ের; আর কেহ কেহ শুধু হজ্জের; কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) শুধু হজ্জের এহরামই বাঁধিয়াছিলেন। সুতরাং যাহারা শুধু উমরার এহরাম বাঁধিয়াছিলেন, তাহারা (তওয়াফ ও সায়ীর পর) এহরাম খুলিয়া ফেলিলেন, আর যাহারা শুধু হজ্জের এহরাম বাঁধিয়াছিলেন অথবা হজ্জ ও উমরা উভয়ের এহরাম এক সাথে করিয়াছিলেন, তাঁহারা এইরাম খুলিলেন না, যাবৎ না (১০ তারিখ) কোরবানীর দিন আসিল। —মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ وَأَهَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ فَأَمَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ فَحَلَّ وَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা সম্ভবতঃ হুযুরের মুখের শুধু হজ্জ শব্দই শুনিয়াছিলেন। তাই তিনি এইরূপ বলিতেছেন, আর যাঁহারা উভয় শব্দ শুনিয়াছিলেন তাঁহারা উভয়ের কথাই বলিয়াছেন। আর ইহাও হইতে পারে যে, হুযূর কখনও বলিয়াছেন, “লাব্বাইকা বেহাজ্জাতিন” (অর্থাৎ, হজ্জের লাব্বাইক) আর কখনও বলিয়াছিলেন, “লাব্বাইকা বেউমরাতিন” (অর্থাৎ, উমরার লাব্বাইক্), আর অপর কখনও বলিয়াছেন, “লাব্বাইকা বেহাজ্জাতিন ওয়া উমরাতিন” (অর্থাৎ, হজ্জ ও উমরা উভয়ের লাব্বাইক)। মোটকথা, ইমাম আযমের মতে হুযূর কেরান হজ্জের নিয়ত করিয়াছিলেন, আর ইমাম শাফেয়ীর মতে এফরাদ হজ্জের।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৪৫ | মুসলিম বাংলা