মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৪৪
১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৪। হযরত আনাস (রাঃ) বলেন, আমি হযরত আবু তালহার সাথে একই বাহনে সওয়ার ছিলাম। আমি শুনিয়াছি, তাঁহারা এক সাথে হজ্জ ও উমরা উভয়ের তাবিয়া বলিতেছিলেন। —বুখারী
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنْتُ رَدِيفَ أَبِي طَلْحَةَ وَإِنَّهُمْ لَيَصْرُخُونَ بهِما جَمِيعًا: الْحَج وَالْعمْرَة. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
একদল হজ্জ ও উমরা উভয়ের অর্থাৎ, কেরান হজ্জের নিয়ত করিয়াছিলেন। ইমাম সাহেবের মতে হুযূর ইহাই করিয়াছিলেন, আর ইহাই হইল উত্তম।
