মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৪৩
১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (মক্কার উদ্দেশ্যে) বাহির হইলাম এবং উচ্চঃস্বরে হজ্জের তালবিয়া বলিতে রহিলাম। — মুসলিম
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصْرُخُ بِالْحَجِّ صراخا. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এখানে রাবীর নিজেদের কথাই জানা যাইতেছে, তাহারা একদল হজ্জের তালবিয়া বলিতেছিলেন, কিন্তু হুযূর কিসের তালবিয়া বলিতেছিলেন, শুধু হজ্জের না হজ্জ ও উমরা উভয়ের, সে সম্পর্কে ইহা নীরব।
