মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৪১
- হজ্জ্বের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার কেশ জড়ান অবস্থায় বলিতে শুনিয়াছি, "লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক; আন্নাল হামদা ওয়ানি'মাতা লাকা ওয়াল মূলকা লা শারীকা লাকা” প্রভু হে! আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি, আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি, আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি, তোমার কোন শরীক নাই, আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি; সমস্ত প্রশংসা সমস্ত নেয়ামত তোমারই এবং সমগ্র রাজত্ব তোমার তোমার কোন শরীক নাই। তিনি এই কয়টি কথার অধিক কিছু বলেন নাই। — মোত্তাঃ
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ» . لَا يَزِيدُ عَلَى هَؤُلَاءِ الْكَلِمَاتِ
হাদীসের ব্যাখ্যা:
ইহারই নাম তালবিয়া বা এহরামের দোআ। আমাদের হানাফী মাযহাব মতে ইহা না হইলে এহরাম হইবে না।