মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৩৩
তৃতীয় অনুচ্ছেদ
২৫৩৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, ইয়ামনবাসীরা হজ্জ করিত, পাথেয় সঙ্গে আনিত না এবং বলিত, আমরা আল্লাহর উপর ভরসাকারী; কিন্তু যখন মক্কায় পৌঁছিত মানুষের নিকট ভিক্ষা মাগিত। তখন আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করেন, “পাথেয় সঙ্গে লও আর উত্তম পাথেয় হইল তাকওয়া (অর্থাৎ, অন্যের নিকট না মাগা ) ।” —বুখারী
اَلْفَصْلُ الثَّالِثُ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ أَهْلُ الْيَمَنِ يَحُجُّونَ فَلَا يَتَزَوَّدُونَ وَيَقُولُونَ: نَحْنُ الْمُتَوَكِّلُونَ فَإِذَا قَدِمُوا مَكَّةَ سَأَلُوا النَّاسَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: (وتزَوَّدُوا فإِنَّ خيرَ الزَّادِ التَّقوى)

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান