মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৩২
দ্বিতীয় অনুচ্ছেদ
২৫৩২। হযরত বিবি উম্মে সালামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি বায়তুল মাকদাস হইতে (মক্কার) বায়তুল হারামের দিকে হজ্জ বা উমরার এহরাম বাঁধিবে, তাহার পূর্বাপরের গোনাহ মাফ করা হইবে অথবা তিনি বলিয়াছেন, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ أَهَلَّ بِحَجَّةٍ أَوْ عُمْرَةٍ مِنَ الْمَسْجِدِ الْأَقْصَى إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ أَوْ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম নববী বলিয়াছেন, হাদীসটি সবল নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৩২ | মুসলিম বাংলা