মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৩৪
তৃতীয় অনুচ্ছেদ
২৫৩৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! স্ত্রীলোকের উপর কি জেহাদ ফরয? তিনি বলিলেনঃ হ্যাঁ, তাহাদের উপর জেহাদ ফরয, তবে উহাতে কাটাকাটি নাই—হজ্জ ও উমরা। —ইবনে মাজাহ্
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلَى النِّسَاءِ جِهَادٌ؟ قَالَ: نَعَمْ عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ: الْحَجُّ وَالْعُمْرَةُ . رَوَاهُ ابْنُ مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান