মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫০৬
প্রথম অনুচ্ছেদ
২৫০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, কোন আমল শ্রেষ্ঠ? তিনি বলিলেনঃ আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস করা। অতঃপর জিজ্ঞাসা করা হইল, তারপর কি? তিনি বলিলেন, আল্লাহর রাস্তায় জেহাদ করা। পুনরায় জিজ্ঞাসা করা হইল, তারপর কি? তিনি বলিলেন, কবুল করা হজ্জ। মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» . قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مبرورٌ»

হাদীসের ব্যাখ্যা:

আমলের মধ্যে কোনটি অপেক্ষা কোনটি শ্রেষ্ঠ এ জাতীয় প্রশ্নের উত্তর হুযূর বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়াছেন—এ বিষয়ের আলোচনা পূর্বে ঈমান পর্বে হইয়া গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫০৬ | মুসলিম বাংলা