মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫০৬
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, কোন আমল শ্রেষ্ঠ? তিনি বলিলেনঃ আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস করা। অতঃপর জিজ্ঞাসা করা হইল, তারপর কি? তিনি বলিলেন, আল্লাহর রাস্তায় জেহাদ করা। পুনরায় জিজ্ঞাসা করা হইল, তারপর কি? তিনি বলিলেন, কবুল করা হজ্জ। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» . قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مبرورٌ»

হাদীসের ব্যাখ্যা:

আমলের মধ্যে কোনটি অপেক্ষা কোনটি শ্রেষ্ঠ এ জাতীয় প্রশ্নের উত্তর হুযূর বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়াছেন—এ বিষয়ের আলোচনা পূর্বে ঈমান পর্বে হইয়া গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান