মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৫০৩
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০৩। হযরত হুযায়ফা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের উচিত নহে সে নিজেকে লাঞ্ছিত করে। লোকেরা প্রশ্ন করিল, সে নিজেকে কিরূপে লাঞ্ছিত করে? তিনি বলিলেন, সে এমন বিপদ চাহিয়া বসে যাহা তাহার বরদাশত করার সাধ্য নাই (যেমন, ঐ ব্যক্তি করিয়াছিল)। – তিরমিযী ও ইবনে মাজাহ্। আর বায়হাকী শো আবুল ঈমানে। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব।
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يُذِلَّ نَفْسَهُ» . قَالُوا: وَكَيْفَ يُذِلُّ نَفْسَهُ؟ قَالَ: «يَتَعَرَّضُ مِنَ الْبَلَاءِ لِمَا لَا يُطِيقُ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান