মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৫০৪
- যাবতীয় দোয়া-যিক্র
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০৪। হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) এই দো'আ শিক্ষা দিয়াছেন এবং বলিয়াছেন, তুমি বল, “আল্লাহ্! তুমি আমার ভিতরকে বাহির হইতে উত্তম কর এবং বাহিরকে কর নেক। আল্লাহ্, আমি তোমার নিকট চাই তুমি যাহা মানুষকে ভাল দান করিয়াছ তাহা — পরিবার, মাল ও সন্তান, যাহারা পথভ্রষ্ট বা পথভ্রষ্টকারী নহে।” – তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قُلْ: اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلَانِيَتِي وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ غَيْرِ الضَّالِّ وَلَا الْمُضِلِّ رَوَاهُ التِّرْمِذِيُّ