মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৫০২
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০২। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক রুগ্ন ব্যক্তিকে দেখিতে গেলেন — যে পক্ষী ছানার ন্যায় দুর্বল হইয়া গিয়াছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি আল্লাহর নিকট কোন বিষয়ে দো'আ করিয়াছিলে অথবা উহা তাঁহার নিকট চাহিয়াছিলে? সে বলিল হ্যাঁ, আমি বলিতাম, “আল্লাহ্! আমাকে তুমি আখেরাতে যে শাস্তি দিবে তাহা আগেভাগে দুনিয়াতেই দিয়া ফেল।” তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ সুবহানাল্লাহ্! তাহা তুমি দুনিয়াতেও বরদাশত করিতে পারিবে না এবং আখেরাতেও সহ্য করিতে পারিবে না। তুমি এইরূপ বল নাই কেন— "আল্লাহ্ ! আমাদিগকে দুনিয়াতেও ভালাই দান কর এবং আখেরাতেও এবং বাঁচাও আমাদিগকে দোযখের আযাব হইতে।” আনাস বলেন, পরে সে এইরূপ দো'আ করিল এবং আল্লাহ্ পাক তাহাকে শেফা দিলেন। —মুসলিম
وَعَنْ أَنَسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ تَدْعُو اللَّهَ بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟» . قَالَ: نَعَمْ كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُبْحَانَ اللَّهِ لَا تُطِيقُهُ وَلَا تَسْتَطِيعُهُ أَفَلَا قُلْتَ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ . قَالَ: فَدَعَا الله بِهِ فشفاه الله. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এ জন্যই বলা হইয়াছে যে, দো'আ করার ব্যাপারেও শিক্ষার আবশ্যক আছে; নবী করীম (ﷺ) এই জন্যই আমাদিগকে দো'আ শিক্ষা দিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান