মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৫০০
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এইরূপ বলিতেন, “আল্লাহ্! আমি তোমার নিকট চাহি স্বাস্থ্য, পবিত্রতা, আমানতদারী, উত্তম চরিত্র এবং তোমার হুকুমের প্রতি রাজী থাকার তাওফীক।”
وَعَن عبدِ الله بنِ عَمْروٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ والأمانةَ وحُسنَ الْخلق والرضى بِالْقدرِ»
