মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একটি দো'আ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে ইয়াদ করিয়াছি, যাহা আমি কখনও ছাড়ি না— “আল্লাহ্ ! আমাকে এইরূপ কর যাহাতে আমি সম্মানের সহিত তোমার কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, বেশী করিয়া তোমায় স্মরণ করিতে পারি, তোমার উপদেশ পালন করিতে পারি এবং তোমার হুকুম রক্ষা করিতে পারি।” –তিরমিযী
كتاب الدعوات
وَعَن أبي هريرةَ قَالَ: دُعَاءٌ حَفِظْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَدَعُهُ: «اللَّهُمَّ اجْعَلْنِي أُعْظِمُ شُكْرَكَ وَأُكْثِرُ ذِكْرَكَ وَأَتَّبِعُ نُصْحَكَ وَأَحْفَظُ وصيتك» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান