মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯৬
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৬। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নবী দাউদের দো'আ ছিল এই, তিনি বলিতেন, “আল্লাহ্! আমি তোমার কাছে তোমার ভালবাসা চাই, আর যে তোমাকে ভালবাসে তাহার ভালবাসা এবং ঐ কাজের শক্তি চাই, যাহা আমাকে তোমার ভালবাসার দিকে লইয়া যাইবে। আল্লাহ্, তোমার ভালবাসাকে আমার কাছে আমার জান, আমার মাল, আমার পরিজন এবং ঠাণ্ডা পানি অপেক্ষাও অধিক প্রিয় কর।” আবুদ্দরদা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন হযরত দাউদের স্মরণ করিতেন ও তাঁহার কাহিনী বর্ণনা করিতেন—বলিতেন, দাউদ ছিলেন (আপন যুগের) সর্বাপেক্ষা অধিক এবাদত-গোযার। – তিরমিযী এবং তিনি বলেন, হাদীসটি হাসান ও গরীব।
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَمَالِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ» . قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ دَاوُدَ يُحَدِّثُ عَنْهُ يَقُولُ: «كَانَ أَعْبَدَ الْبَشَرِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান