মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৯৫
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৫। হযরত ওসমান ইবনে হুনাইফ (রাঃ) বলেন, এক দৃষ্টিশক্তিহীন ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযূর আল্লাহর নিকট দো'আ করুন—তিনি যেন আমাকে কুশল দান করেন। তিনি বলিলেনঃ তুমি যদি চাও, আমি আল্লাহর নিকট দো'আ করিব; কিন্তু যদি চাও ছবর করিতে পার, আর ইহাই হইবে তোমার পক্ষে উত্তম। সে বলিল, হুযূর দো'আ করুন। ওসমান বলেন, হুযূর তাহাকে উত্তমরূপে ওযূ করিতে এবং এইরূপ দো'আ করিতে বলিলেন, “হে আল্লাহ্ ! তোমার নবী মুহাম্মাদ, যিনি রহমতের নবী, তাঁহার উসীলায় আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি ও রুজু হইতেছি; এবং হে নবী! আমি আপনার উসীলায় আমার পরওয়ারদেগারের দিকে রুজু' হইতেছি যাহাতে তিনি আমার এই হাজত পূর্ণ করেন। আল্লাহ্, তুমি আমার ব্যাপারে তাঁহার সুপারিশ কবুল কর! - তিরমিযী ইহা বর্ণনা করিয়া বলেন, হাদীসটি হাসান সহীহ ও গরীব।
عَن عثمانَ بنِ حُنَيفٍ قَالَ: إِنَّ رَجُلًا ضَرِيرَ الْبَصَرِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ادْعُ اللَّهَ أَنْ يُعَافِيَنِي فَقَالَ: «إِنْ شِئْتَ دَعَوْتُ وَإِنْ شِئْتَ صَبَرْتَ فَهُوَ خَيْرٌ لَكَ» . قَالَ: فَادْعُهُ قَالَ: فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ فَيُحْسِنَ الْوُضُوءَ وَيَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي لِيَقْضِيَ لِي فِي حَاجَتِي هَذِهِ اللهُمَّ فشفّعْه فيَّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
হুযূর তাহাকে ধৈর্য ধরিতে উপদেশ দিয়াছিলেন। সে তাহা না করায় তিনি নিজেকে শরীক রাখিলেন।
