মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯৪
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৪। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, যখন নবী করীম (ﷺ)-এর উপর ওহী নাযিল হইত তাঁহার মুখমণ্ডলের দিক হইতে মৌমাছির গুণগুণ শব্দের ন্যায় একরকম শব্দ শুনা যাইত। এইরূপে একদিন তাঁহার উপর ওহী নাযিল করা হইল। আমরা কতক্ষণ অপেক্ষা করিলাম। তিনি প্রকৃতিস্থ হইলেন, অতঃপর কেবলার দিকে ফিরিলেন এবং হাত উঠাইয়া বলিলেনঃ “আল্লাহ্! আমাদিগকে বেশী দাও, কমাইও না আমাদের ; আমাদিগকে সম্মানিত কর, অপমানিত করিও না; আমাদের প্রতি দান কর, আমাদিগকে বঞ্চিত করিও না; আমাদিগকে গ্রহণ কর, আমাদের বিপক্ষে কাহাকেও গ্রহণ করিও না; আমাদিগকে খুশী কর এবং আমাদের প্রতি খুশী থাক।”
অতঃপর বলিলেন, এখন আমার উপর দশটি আয়াত নাযিল হইল, যে উহা প্রতিষ্ঠা করিবে বেহেশতে দাখিল হইবে। অতঃপর তিনি (সূরা মু'মিনুনের শুরু হইতে) পাঠ করিতে লাগিলেন, ‘মু'মিনগণ কৃতকার্য হইয়াছে' যাহাতে দশটি আয়াত শেষ করিলেন। —আহমদ ও তিরমিযী
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ سُمِعَ عِنْدَ وَجْهِهِ دوِي كَدَوِيِّ النَّحْل فأنل عَلَيْهِ يَوْمًا فَمَكَثْنَا سَاعَةً فَسُرِّيَ عَنْهُ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا» . ثُمَّ قَالَ: «أُنْزِلَ عَلَيَّ عَشْرُ آيَاتٍ مَنْ أَقَامَهُنَّ دَخَلَ الْجَنَّةَ» ثُمَّ قَرَأَ: (قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ)

حَتَّى خَتَمَ عَشْرَ آيَاتٍ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

(১) নবী করীমের প্রতি যখন ওহী নাযিল হইত তিনি তন্ময় হইয়া যাইতেন, ওহীর শব্দ হইত মৌমাছির গুণগুণ শব্দের ন্যায় অথবা পাথর বা পাকা ভিটির উপর শিকল টানার শব্দের ন্যায় কড়কড় বা ঘড় ঘড় শব্দ। ইহা তিনি বুঝিতেন, অন্যেরা বুঝিত না। (২) ‘যে উহা প্রতিষ্ঠা করিবে—' অর্থাৎ, উহাকে কার্যকরী করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান