২৪৯৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, “আল্লাহ্! আমাদের উপকারে লাগাও যাহা আমাদিগকে শিক্ষা দিয়াছ এবং শিক্ষা দাও আমাদিগকে তাহা যাহা আমাদের উপকারে লাগিবে, আর জ্ঞান বৃদ্ধি কর আমাদের। আল্লাহর শোকর প্রত্যেক অবস্থায় এবং আমি আল্লাহর কাছে পানাহ্ চাহি দোযখবাসীদের অবস্থা হইতে।” –তিরমিযী ও ইবনে মাজাহ। —তিরমিযী বলেন, ইহার সনদ গরীব।