মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৯৭
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৭। (তাবেয়ী) আতা ইবনে সায়েব তাঁহার পিতা সায়েব হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, একবার সাহাবী আম্মার ইবনে ইয়াসির আমাদের এক নামায পড়াইলেন এবং উহাতে (সূরা-কেরাআত ইত্যাদি) সংক্ষেপ করিলেন, তখন লোকের মধ্য হইতে এক ব্যক্তি বলিয়া উঠিল, আপনি যে নামায তাড়াতাড়ি পড়াইলেন এবং সংক্ষেপ করিলেন! তিনি বলিলেনঃ ইহাতে আমার ক্ষতি হইবে না। কেননা, উহাতে আমি সে সকল দো'আ পড়িয়াছি যাহা রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে শুনিয়াছি। অতঃপর যখন তিনি চলিলেন, এক ব্যক্তি তাঁহার অনুসরণ করিল। আতা বলেন, তিনি হইলেন, আমার পিতা সায়েবই, তবে তিনি নিজের নাম প্রকাশ না করিয়া ইঙ্গিতে বলিলেন। তিনি হযরত আম্মারকে দো'আটি কি তাহা জিজ্ঞাসা করিলেন এবং পরে আসিয়া লোকদের জানাইলেন। দো'আটি এই—“আল্লাহ! আমি তোমার গায়েব জানার এবং সৃষ্টির উপর তোমার ক্ষমতা রাখার দোহাই দিয়া বলিতেছি—তুমি আমাকে ততদিন জীবিত রাখিবে, যতদিন জীবন আমার পক্ষে মঙ্গলকর বলিয়া জানিবে; আর আমাকে মৃত্যুদান করিবে, যখন তুমি মৃত্যুকে আমার পক্ষে কল্যাণকর বলিয়া জানিবে। আল্লাহ্, আমি তোমার নিকট চাই তোমার ভয় গোপনে ও প্রকাশ্যে এবং তোমার নিকট চাহি সত্য কথা বলার সাহস সন্তোষ ও অসন্তোষে। আল্লাহ্, আমি তোমার নিকট চাহি মধ্যপন্থা অবলম্বন করার তাওফীক অভাব ও সচ্ছলতায় এবং তোমার নিকট চাহি এমন নেয়ামত যাহা কখনও নিঃশেষ হইবে না, আরও তোমার নিকট চাহি চোখ জুড়াইবার বিষয়, যাহা কখনও বন্ধ হইবে না। আল্লাহ্, আমি তোমার নিকট চাহি তোমার হুকুমের উপর রাযী থাকার ইচ্ছা এবং তোমার নিকট চাহি মৃত্যুর পর উত্তম যিন্দেগী। আল্লাহ্, আমি তোমার নিকট চাহি (বেহেশতে) তোমার প্রতি দৃষ্টি করার স্বাদ গ্রহণ করিতে এবং চাহি তোমার সাক্ষাতের আকাঙ্ক্ষা ক্ষতিকর কষ্টে ও পথভ্রষ্টকারী ফাসাদে পড়া ব্যতীত। আল্লাহ্, আমাদিগকে ঈমানের ভূষণে ভূষিত কর এবং পথপ্রাপ্ত ও পথপ্রদর্শক কর!” –নাসায়ী
وَعَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ قَالَ: صَلَّى بِنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ صَلَاةً فَأَوْجَزَ فِيهَا فَقَالَ لَهُ بَعْضُ الْقَوْمِ: لَقَدْ خَفَّفْتَ وَأَوْجَزْتَ الصَّلَاةَ فَقَالَ أَمَا عَلَيَّ ذَلِكَ لَقَدْ دَعَوْتُ فِيهَا بِدَعَوَاتٍ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَامَ تَبِعَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ هُوَ أَبِي غَيْرَ أَنَّهُ كَنَّى عَنْ نَفْسِهِ فَسَأَلَهُ عَنِ الدُّعَاءِ ثُمَّ جَاءَ فَأَخْبَرَ بِهِ الْقَوْمَ: «اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وقُدرتِكَ على الخَلقِ أَحْيني مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي اللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَى وَالْغَضَبِ وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ وَأَسْأَلُكَ الرِّضَى بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقِ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زِيِّنَا بِزِينَةِ الْإِيمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مَهْدِيِّينَ» . رَوَاهُ النَّسَائِيُّ
হাদীসের ব্যাখ্যা:
(১) হযরত আম্মার এই দো'আ নামাযের শুরুতে 'সুবহানাকা'র স্থলে পড়িয়াছিলেন অথবা শেষের দিকে দরূদের পর। তাঁহার উত্তরের মর্ম হইল, আমরা লম্বা কেরাআতের সওয়াব লাভ না করিলেও একটি উত্তম দোআর ফল লাভ করি। (২) আমরা আহলে সুন্নত ওয়াল জামাআত বিশ্বাস করি যে, দুনিয়াতে এই চর্ম চোখে আল্লাহকে কেহ দেখিতে না পারিলেও আখেরাতে বেহেশতে তাহাকে দেখিতে পাইব। মু'তায়েলারা বলেন, সেখানেও দেখিতে পারিবে না। (৩) চোখ জুড়াইবার বিষয় যথা সন্তান-সন্ততি ।
