মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৮৯
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৯। হযরত আবু বকর (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে দাঁড়াইলেন, অতঃপর কাঁদিয়া দিলেন এবং বলিলেন, তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর আর শান্তি চাও, কেননা, ঈমানের পর কাহাকেও শান্তি অপেক্ষা উত্তম কিছু দান করা হয় না। —তিরমিযী ও ইবনে মাজাহ্। তিরমিযী বলেন, হাদীসটি হাসান তবে সনদ হিসাবে গরীব।
وَعَن أبي بكرٍ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ: «سَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْعَافِيَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب إِسْنَادًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান