মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৮৮
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) দো'আ করিতেন এবং বলিতেন, “পরওয়ারদেগার! আমাকে মদদ কর, আমার বিরুদ্ধে মদদ করিও না; আমাকে সাহায্য কর, আমার বিরুদ্ধে সাহায্য করিও না; আমার পক্ষে উপায় উদ্ভাবন কর, আমার বিরুদ্ধে উপায় উদ্ভাবন করিও না; আমাকে পথ দেখাও, আমার জন্য পথ সহজ কর এবং যে আমার প্রতি জবরদস্তি করে তাহার উপর আমাকে জয়ী কর। পরওয়ারদেগার! আমাকে তোমারই কৃতজ্ঞ কর, তোমারই স্মরণকারী কর, তোমারই ভয়ে ভীত কর, তোমারই অনুগত কর, তোমারই কাছে বিনম্র কর, (গোনাহর কারণে) তোমারই নিকট দুঃখ প্রকাশ করিতে শিখাও এবং তোমারই দিকে রুজু কর। প্রভু! আমার তওবা কবুল কর, আমার গোনাহ্ ধুইয়া দাও, আমার ডাকে সাড়া দাও, আমার প্রমাণ (ঈমান) দৃঢ় কর, আমার যবান ঠিক রাখ, আমার অন্তরকে হেদায়ত কর এবং আমার অন্তরের কলুষতা দূর কর।” —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو يَقُولُ: «رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ ربِّ اجعَلني لكَ شَاكِرًا لَكَ ذَاكِرًا لَكَ رَاهِبًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
