মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৮৭
৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৭। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের দোআ ছিল, “আল্লাহ্। আমাদিগকে দুনিয়াতে ভালাই দান কর এবং আখেরাতে ভালাই, আর বাচাইয়া রাখ আমাদিগকে দোযখের আযাব হইতে।" - (কোরআন) মোত্তাঃ
بَابُ جَامِعِ الدُّعَاءِ
وَعَن أنسٍ قَالَ: كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عَذَاب النَّار»
