মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৮৬
৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৬। (তাবেয়ী) আবু মালেক আশজায়ী (রঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, যখন কোন লোক মুসলমান হইত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রথমে নামায শিক্ষা দিতেন, অতঃপর তাহাকে এই বাক্যসমূহ দ্বারা দো'আ করিতে বলিতেন: "আল্লাহ্! আমাকে মাফ কর, আমাকে দয়া কর, আমাকে পথ দেখাও, আমাকে শান্তিতে রাখ এবং আমাকে রিযিক দাও।" - মুসলিম
بَابُ جَامِعِ الدُّعَاءِ
وَعَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِي عَنْ أَبِيهِ قَالَ: كَانَ الرجل إِذا أسلم علمه النَّبِي صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي» . رَوَاهُ مُسلم
