মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৮৫
৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৫। হযরত আলী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: তুমি বল, “আল্লাহ্! আমাকে পথ দেখাও এবং আমাকে সরল সোজা রাখ আর 'পথ' অর্থে মনে করিবে তুমি আল্লাহর পথ এবং ' সোজা' অর্থে খেয়াল করিবে তীরের ন্যায় সোজা। —মুসলিম
بَابُ جَامِعِ الدُّعَاءِ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ وبالسداد سداد السهْم» . رَوَاهُ مُسلم
