মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯০
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দোআ শ্রেষ্ঠ? তিনি বলিলেনঃ তোমার প্রভুর নিকট ইহ-পরকালের শান্তি ও নিরাপত্তা চাহ। অতঃপর সে দ্বিতীয় দিন আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দো'আ শ্রেষ্ঠ ? তিনি তাহাকে ইহার ন্যায়ই উত্তর দিলেন। অতঃপর সে তৃতীয় দিন আসিয়া জিজ্ঞাসা করিল, আর তিনি তাহাকে ঐরূপই উত্তর দিলেন এবং বলিলেন, ইহ-পরকালে যখন শান্তি ও নিরাপত্তা লাভ করিলে, তখন নাজাত লাভ করিলে। —তিরমিযী ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলেন, হাদীসটি হাসান তবে সনদের বিবেচনায় গরীব।
وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ قَالَ: «سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ» ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ: «فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب إِسْنَادًا

হাদীসের ব্যাখ্যা:

'নিরাপত্তা'—মূলে 'মুআফাত' শব্দ রহিয়াছে, যাহার অর্থ, অন্যের হাত হইতে নিরাপদে থাকা এবং নিজের হাত হইতেও অন্যকে নিরাপদে রাখা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান