মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৮২
৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮২। হযরত আবু মুসা আশআরী (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি কখনও এইরূপ দোআ করিতেন, "আল্লাহ্। মাফ কর তুমি আমার অপরাধ, আমার অজ্ঞতা এবং আমার কাজে আমার সীমালঙ্ঘন, আর যাহা তুমি আমা অপেক্ষাও অধিক জান। আল্লাহ্, মাফ কর তুমি আমার তত্ত্বের বিষয় ও খামখেয়ালীর বিষয় আমার ভুলে কৃত বিষয় ও ইচ্ছাকৃত বিষয়, আর ইহার সকলটিই আমার নিকট আছে। আল্লাহ্, মাফ কর তুমি আমার গোনাহ আমি যাহা পূর্বে করিয়াছি এবং যাহা পরে করিয়াছি (বা করিব; যাহা আমি গোপনে করিয়াছি ও যাহা আমি প্রকাশ্যে করিয়াছি এবং যাহা তুমি আমা অপেক্ষা অধিক জান। তুমিই আগে বাড়াও ও পিছে হটাও এবং প্রত্যেক বিষয়ের উপর তুমি ক্ষমতাবান।” – মোত্তাঃ
بَابُ جَامِعِ الدُّعَاءِ
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي جَدِّي وَهَزْلِي وَخَطَئِي وَعَمْدِي وكلُّ ذلكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أعلنت وَمَا أَنْت بِهِ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنت على كل شَيْء قدير»

হাদীসের ব্যাখ্যা:

ব্যাপক দো'আ

পূর্বের দো'আসমূহের কোনটি বিশেষ বিষয় বা কোন বিশেষ সময়ের জন্য নির্দিষ্ট ছিল, আর নীচের দো'আসমূহের প্রত্যেকটিতে নানা বিষয় রহিয়াছে এবং প্রত্যেক সময়ে পড়া যাইতে পারে। এ জন্য এগুলিকে 'ব্যাপক দো'আ' বলা হইয়াছে। এছাড়া এগুলিতে শব্দ কম অর্থ বেশী, এ কারণেও এগুলি 'ব্যাপক'।

এইরূপ দো'আ হুযূর বিনয়বশত করিয়াছেন অথবা আমাদের শিক্ষার জন্য। অন্যথায় তিনি ছিলেন মা'সূম বা নিষ্কলুষ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান