মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৮১
৬. তৃতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৮১। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি কুফরী ও করয হইতে।” এক ব্যক্তি বলিয়া উঠিল, হুযূর ! করযকে আপনি কুফরীর সমান মনে করিতেছেন? তিনি বলিলেন, হ্যাঁ। অপর বর্ণনায় রহিয়াছে, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি কুফরী ও পরমুখাপেক্ষিতা হইতে।” তখন এক ব্যক্তি বলিল, হুযুর! এই দুইটা কি সমান? তিনি বলিলেন, হ্যাঁ। —নাসায়ী
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْكُفْرِ وَالدَّيْنِ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَتَعْدِلُ الْكُفْرَ بِالدَّيْنِ؟ قَالَ: «نَعَمْ» . وَفِي رِوَايَةٍ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ» . قَالَ رَجُلٌ: وَيُعْدَلَانِ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
ঋণগ্রস্ত ব্যক্তি কথা ঠিক রাখিতে পারে না, মুনাফেকের মত টালবাহানা করে, আর অভাবগ্রস্ত পরমুখাপেক্ষী ব্যক্তিও অধৈর্য হইয়া অনেক সময় এমন কথা বলে বা এমন কাজ করে, যাহা কুফরীর কারণ হয়।
