মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৮১
৬. তৃতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৮১। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি কুফরী ও করয হইতে।” এক ব্যক্তি বলিয়া উঠিল, হুযূর ! করযকে আপনি কুফরীর সমান মনে করিতেছেন? তিনি বলিলেন, হ্যাঁ। অপর বর্ণনায় রহিয়াছে, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি কুফরী ও পরমুখাপেক্ষিতা হইতে।” তখন এক ব্যক্তি বলিল, হুযুর! এই দুইটা কি সমান? তিনি বলিলেন, হ্যাঁ। —নাসায়ী
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْكُفْرِ وَالدَّيْنِ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَتَعْدِلُ الْكُفْرَ بِالدَّيْنِ؟ قَالَ: «نَعَمْ» . وَفِي رِوَايَةٍ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ» . قَالَ رَجُلٌ: وَيُعْدَلَانِ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

ঋণগ্রস্ত ব্যক্তি কথা ঠিক রাখিতে পারে না, মুনাফেকের মত টালবাহানা করে, আর অভাবগ্রস্ত পরমুখাপেক্ষী ব্যক্তিও অধৈর্য হইয়া অনেক সময় এমন কথা বলে বা এমন কাজ করে, যাহা কুফরীর কারণ হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান