মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৮০
৬. তৃতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৮০। (তাবেয়ী) মুসলিম ইবনে আবু বাকরা (রাঃ) বলেন, আমার পিতা আবু বাকরা নামাযের শেষে বলিতেন, “আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ্ চাহি কুফরী, পরমুখাপেক্ষিতা ও কবর আযাব হইতে।” আর আমিও তাহা বলিতাম। একদা তিনি আমাকে বলিলেন, বাবা, তুমি ইহা কাহার নিকট হইতে গ্রহণ করিলে? আমি বলিলাম, আপনার নিকট হইতেই তো। তিনি বলিলেন, তবে শুন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইহা নামায শেষে বলিতেন। —তিরমিযী। নাসায়ী ‘নামায শেষে' শব্দ ব্যতীত। আহমদ শুধু দো'আটি বর্ণনা করিয়াছেন। তাঁহার বর্ণনায় রহিয়াছে, 'প্রত্যেক নামায শেষে।'
وَعَن مُسلم بن أبي بَكرةَ قَالَ: كَانَ أَبِي يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: اللَّهُمَّ إِن أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ فَكُنْتُ أَقُولُهُنَّ فَقَالَ: أَيْ بُنَيَّ عَمَّنْ أَخَذْتَ هَذَا؟ قُلْتُ: عَنْكَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يقولهُنَّ فِي دُبرِ الصَّلاةِ. رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ إِلَّا أَنَّهُ لَمْ يُذْكَرْ فِي دُبُرِ الصَّلَاةِ
وَرَوَى أَحْمَدُ لَفْظَ الْحَدِيثِ وَعِنْدَهُ: فِي دُبُرِ كل صَلَاة
وَرَوَى أَحْمَدُ لَفْظَ الْحَدِيثِ وَعِنْدَهُ: فِي دُبُرِ كل صَلَاة
