মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৭৯
৬. তৃতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৭৯। (তাবেয়ী) কা'কা বলেন, হযরত কা'বে আহবার বলিয়াছেন, যদি আমি এই বাক্যগুলি না বলিতাম, তবে ইহুদীরা আমাকে নিশ্চয় গাধা বানাইয়া দিত। তাহাকে জিজ্ঞাসা করা হইল, কোনগুলি? তিনি বলিলেন, এইগুলি, "আমি মহান আল্লাহর সত্তার আশ্রয় লইতেছি যাঁহার অপেক্ষা মহান আর কেহ নাই এবং আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় লইতেছি যেগুলিকে অতিক্রম করার ক্ষমতা ভালমন্দ কোন লোকের নাই। আরও আমি আশ্রয় লইতেছি আল্লাহর আসমায়ে হুসনা বা উত্তম নামসমূহের, যাহা আমি অবগত আছি, আর যাহা আমি অবগত নহি, তাঁহার সৃষ্টির অপকারিতা হইতে যাহাদের তিনি সৃষ্টি করিয়াছেন ও জগতে ছড়াইয়া রাখিয়াছেন।” —মালেক
عَنِ الْقَعْقَاعِ: أَنَّ كَعْبَ الْأَحْبَارِ قَالَ: لَوْلَا كَلِمَاتٌ أَقُولُهُنَّ لَجَعَلَتْنِي يَهُودُ حِمَارًا فَقِيلَ لَهُ: مَا هُنَّ؟ قَالَ: أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْعَظِيمِ الَّذِي لَيْسَ شَيْءٌ أَعْظَمَ مِنْهُ وَبِكَلِمَاتِ اللَّهِ التامَّاتِ الَّتِي لَا يُجاوزُهنَّ بَرٌّ وَلَا فاجرٌ وَبِأَسْمَاءِ اللَّهِ الْحُسْنَى مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ مِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وبرأ. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
কা'বে আহবার একজন জবরদস্ত ইহুদী আলেম ছিলেন। হযরত ওমরের আমলে তিনি মুসলমান হইয়াছিলেন। 'গাধা বানাইয়া দিত'—অর্থাৎ, অপমান করিত অথবা কোন কিছুর দ্বারা আমার মাথা নষ্ট করিয়া দিত।
