মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৮৩
৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলিতেন, "আল্লাহ্! তুমি ঠিক করিয়া দাও আমার ধর্ম, যাহা পবিত্র করিবে আমার কর্ম, ঠিক করিয়া দাও আমার ইহকাল, যাহাতে রহিয়াছে আমার জীবন ঠিক করিয়া দাও আমার পরকাল, যাহাতে হইবে আমার প্রত্যাবর্তন। এবং আমার হায়াতকে কর বৃদ্ধি প্রত্যেক কল্যাণকর কাজে, আর আমার মউতকে কর আমার পক্ষে প্রত্যেক অকল্যাণ হইতে শাস্তিস্বরূপ।" — মুসলিম
بَابُ جَامِعِ الدُّعَاءِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান