মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৭৬
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৭৬। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমার পিতা হুসাইনকে জিজ্ঞাসা করিলেন, কতজন মা'বূদকে তুমি এখন পূজা কর? আমার পিতা জবাবে বলিলেন, সাতজনকে — ছয়জন যমীনে একজন আসমানে। তিনি বলিলেনঃ আশা ও ভয়ে ইঁহাদের মধ্যে কাহাকে ঠিক রাখ? আমার পিতা বলিলেন, যিনি আসমানে আছেন তাঁহাকে। হুযূর বলিলেন, তবে শুন হুসাইন, যদি তুমি মুসলমান হও, আমি তোমাকে দুইটি বাক্য শিক্ষা দিব যাহা তোমাকে উপকার দিবে। ইমরান বলেন, যখন আমার পিতা হুসাইন মুসলমান হইলেন, বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে সেই দুইটি বাক্য শিক্ষা দিন, যাহার ওয়াদা আপনি আমাকে দিয়াছিলেন। হুযূর বলিলেন, (সেই আসমানের মা'বূদকে) বল, “আল্লাহ্! আমার অন্তরে সৎপথের সন্ধান দাও এবং আমাকে আমার মনের অপকারিতা হইতে পানাহ্ দাও।” –তিরমিযী
وَعَن عمرانَ بنِ حُصينٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأبي: «يَا حُصَيْن كم تعبد الْيَوْم إِلَهًا؟» قَالَ أَبِي: سَبْعَةً: سِتًّا فِي الْأَرْضِ وواحداً فِي السَّماءِ قَالَ: «فَأَيُّهُمْ تَعُدُّ لِرَغْبَتِكَ وَرَهْبَتِكَ؟» قَالَ: الَّذِي فِي السَّمَاءِ قَالَ: «يَا حُصَيْنُ أَمَا إِنَّكَ لَوْ أَسْلَمْتَ عَلَّمْتُكَ كَلِمَتَيْنِ تَنْفَعَانِكَ» قَالَ: فَلَمَّا أَسْلَمَ حُصينٌ قَالَ: يَا رسولَ الله علِّمني الكلمتينِ اللَّتينِ وَعَدتنِي فَقَالَ: «قل اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘ছয়জন' অর্থাৎ, ইয়াগুস, ইয়াউক, নসর, লাত, মানাত ও উযযা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান