মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৭৫
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৭৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) চন্দ্রের দিকে চাহিয়া বলিলেনঃ আয়েশা! আল্লাহর কাছে পানাহ্ চাও ইহার অপকারিতা হইতে, কেননা, ইহাই হইল সেই গাসেক যখন অন্ধকার হইয়া যায়। – তিরমিযী
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ إِلَى الْقَمَرِ فَقَالَ: «يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا فَإِنَّ هَذَا هُوَ الْغَاسِقُ إِذا وَقب» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

কোরআনে সূরা ফালাকে বলা হইয়াছে, গাসেকের অপকারিতা হইতে পানাহ্ চাই, যখন সে অন্ধকার হইয়া যায়। এই হাদীস দ্বারা বুঝা যায়, ‘গাসেক' অর্থে সেখানে চন্দ্ৰকেই বুঝান হইয়াছে। 'গাসেক' শব্দের অর্থ অন্ধকার, অন্ধকারজনক। চন্দ্র যখন গ্রহণগ্রস্ত হয়, তখন অন্ধকার বা আলোবিহীন হইয়া যায়। অথবা চন্দ্র যখন ডুবিয়া যায় ধরণী তখন অন্ধকার হইয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান