মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৭৭
- যাবতীয় দোয়া-যিক্‌র
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৭৭। হযরত আমর ইবনে শোআইব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ ঘুমের মধ্যে ভয় পায়, তখন সে যেন বলে, “আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় লইতেছি, আল্লাহর রোষ ও তাঁহার শাস্তি হইতে, তাঁহার বান্দাদের অপকারিতা হইতে এবং শয়তানের খটকা হইতে, আর তাহারা যেন আমার নিকট উপস্থিত হইতে না পারে।” ইহাতে খটকা তাহার ক্ষতি করিতে পারিবে না। রাবী বলেন, আব্দুল্লাহ্ ইবনে আমর তাহার সন্তানদিগের মধ্যে যাহারা বালেগ তাহাদিগকে ইহা শিখাইয়া দিতেন, আর যাহারা বালেগ নহে কাগজে লিখিয়া তাহাদের গলায় লটকাইয়া দিতেন। — আবু দাউদ ও তিরমিযী। পাঠ তিরমিযীর।
كتاب الدعوات
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ «وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو يُعَلِّمُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِي صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِي عُنُقِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيّ وَهَذَا لَفظه
tahqiqতাহকীক:তাহকীক চলমান