মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৬০
- যাবতীয় দোয়া-যিক্‌র
৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬০। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ বলিতেন, “আল্লাহ্! আমি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য ও কবর আযাব হইতে তোমার শরণ লইতেছি। আল্লাহ্, আমার আত্মাকে সংযম দান কর, উহাকে পবিত্র কর—তুমিই শ্রেষ্ঠ পাবক, তুমি উহার অভিভাবক ও প্রভু। আল্লাহ্, আমি তোমার শরণ লইতেছি ঐ জ্ঞান হইতে যাহা (আত্মার) উপকার করে না, ঐ অন্তর হইতে যাহা (আল্লাহর ভয়ে) গলে না, ঐ মন হইতে যাহা তৃপ্তি লাভ করে না এবং ঐ দো'আ হইতে যাহা কবুল হয় না।" — মুসলিম
كتاب الدعوات
بَابُ الْإِسْتِعَاذَةِ
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَاب لَهَا» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান