মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৫৯
৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৫৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি অলসতা, বার্ধক্য, ঋণ ও পাপ হইতে। আল্লাহ, আমি তোমার শরণ লইতেছি দোযখের শাস্তি, দোযখের পরীক্ষা, কবরের পরীক্ষা ও শাস্তি হইতে এবং সচ্ছলতার পরীক্ষার মন্দতা ও দারিদ্র্যের পরীক্ষার মন্দতা হইতে এবং কানা দজ্জালের পরীক্ষার মন্দতা হইতে। আল্লাহ্, তুমি আমার গোনাহসমূহ ধুইয়া দাও বরফের পানি ও শিলার পানি দ্বারা। আমার অন্তরকে পরিষ্কার কর যেইরূপে সাদা কাপড় ময়লা হইতে পরিষ্কার করা হয় এবং ব্যবধান কর আমার ও আমার গোনাহর মধ্যে, যেমন ব্যবধান করিয়াছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। — মোত্তাঃ
بَابُ الْإِسْتِعَاذَةِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَفِتْنَةِ النَّارِ وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمغْرب»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৫৯ | মুসলিম বাংলা