মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৫৩
৫. তৃতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৫৩। হযরত জাবের (রাঃ) বলেন, (রাস্তায়) আমরা যখন উপরে উঠিতাম, 'আল্লাহু আকবর' বলিতাম এবং যখন নীচে নামিতাম 'সুবহানাল্লাহ্' বলিতাম। -বুখারী
وَعَن جابرٍ قَالَ: كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا وَإِذَا نَزَلْنَا سبحنا. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
আরবের রাস্তা পাহাড়ী বিধায় উপর নীচে উঠিতে নামিতে হয়।
