মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৫৪
৫. তৃতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৫৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে যখন কোন বিষয় চিন্তাগ্রস্ত করিত, তিনি বলিতেন, “হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা! তোমার দয়ার নিকট আমি ফরিয়াদ করি।” — তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা গরীব ও গায়রে মাহফুয।
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا كَرَبَهُ أَمْرٌ يَقُولُ: «يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ بِمَحْفُوظٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৫৪ | মুসলিম বাংলা