মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৪৯
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৯। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা তাঁহার নিকট এক 'মুকাতাব' আসিয়া বলিল, আমি আমার 'কিতাবাতের' অর্থ পরিশোধ করিতে অক্ষম; আমাকে সাহায্য করুন। তিনি বলিলেন, আমি কি তোমাকে এমন কতক বাক্য শিখাইয়া দিব না – যাহা আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) শিখাইয়া দিয়াছেন— যদি তোমার প্রতি বড় পাহাড় পরিমাণ ঋণও চাপিয়া থাকে, আল্লাহ্ তোমার উহা পরিশোধ করিয়া দিবেন। তুমি বলিবে, “আল্লাহ্! তুমি আমাকে হালালের সাহায্যে হারাম হইতে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ভিন্ন অন্যের মুখাপেক্ষিতা হইতে বেনিয়ায কর।” –তিরমিযী। বায়হাকী দা'ওয়াতুল কবীরে। আর إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ সম্বলিত হযরত জাবেরের হাদীসটি تَغْطِيَةِ الْأَوَانِي অধ্যায়ে আমরা উল্লেখ করিব ইনশাআল্লাহ্।
وَعَن عليّ: أَنَّهُ جَاءَهُ مُكَاتَبٌ فَقَالَ: إِنِّي عَجَزْتُ عَنْ كتابي فَأَعِنِّي قَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلٍ كَبِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ. قُلْ: «اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ
وَسَنَذْكُرُ حَدِيثَ جَابِرٍ: «إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ» فِي بَابِ «تَغْطِيَةِ الْأَوَانِي» إِن شَاءَ الله تَعَالَى
وَسَنَذْكُرُ حَدِيثَ جَابِرٍ: «إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ» فِي بَابِ «تَغْطِيَةِ الْأَوَانِي» إِن شَاءَ الله تَعَالَى
হাদীসের ব্যাখ্যা:
যে ক্রীতদাস মনিবের মূল্য পরিশোধ দ্বারা স্বাধীনতা লাভের চুক্তিবদ্ধ হইয়াছে, তাহাকে ‘মুকাতাব’ বলে এবং ঐ দেয় মূল্যকে ‘কিতাবাত' বলে। ইহার পূর্ণ বিবরণ পরে আসিবে ।
