মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৪৮
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমাকে চিন্তায় ধরিয়াছে এবং ঋণ আমার ঘাড়ে চাপিয়াছে। তিনি বলিলেনঃ আমি কি তোমাকে এমন একটি বাক্য বালাইব না—যদি তুমি উহা বল, তবে আল্লাহ্ তোমার চিন্তা দূর এবং ঋণ পরিশোধ করিবেন। সে বলে, আমি বলিলাম, হ্যাঁ, বলুন হুযূর! তখন তিনি বলিলেন, যখন তুমি সকালে উঠিবে এবং যখন তুমি সন্ধ্যায় উপনীত হইবে, বলিবে, “আল্লাহ্! আমি তোমার নিকট চিন্তা-ভাবনা হইতে পানাহ্ চাহি। অপারকতা ও অলসতা হইতে পানাহ্ চাহি; কৃপণতা ও কাপুরুষতা হইতে পানাহ্ চাহি এবং ঋণের চাপ ও মানুষের জবরদস্তি হইতে পানাহ্ চাহি।” সে বলে, অতঃপর আমি তাহা করিলাম, আর আল্লাহ্ আমার চিন্তা দূর এবং আমার ঋণ পরিশোধ করিলেন। –আবু দাউদ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَجُلٌ: هُمُومٌ لَزِمَتْنِي وَدُيُونٌ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَفَلَا أُعَلِّمُكَ كَلَامًا إِذَا قُلْتَهُ أَذْهَبَ اللَّهُ هَمَّكَ وَقَضَى عَنْكَ دَيْنَكَ؟» قَالَ: قُلْتُ: بَلَى قَالَ: قُلْ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ . قَالَ: فَفعلت ذَلِك فَأذْهب الله همي وَقضى عَن ديني. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৪৮ | মুসলিম বাংলা