মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৫০
৫. তৃতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৫০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন মজলিসে বসিতেন অথবা নামায পড়িতেন, কতক বাক্য বলিতেন। একদা আমি সে সকল বাক্য সম্পর্কে তাঁহাকে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেনঃ যদি (মজলিসে) ভাল কথা হইয়া থাকে, তবে ইহা উহার পক্ষে মোহরস্বরূপ হইবে কেয়ামত পর্যন্ত, আর যদি মন্দ কথা হইয়া থাকে, তবে ইহা উহার কাফফারা হইয়া যাইবে। বাক্য এই “আল্লাহ্! তোমার পবিত্রতা তোমার প্রশংসার সাথে, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই, আমি তোমার নিকট মাফ চাহি ও তওবা করি।” – নাসায়ী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا أَوْ صَلَّى تكلَّم بِكَلِمَاتٍ فَسَأَلْتُهُ عَنِ الْكَلِمَاتِ فَقَالَ: إِنْ تُكُلِّمَ بِخَيْرٍ كَانَ طَابَعًا عَلَيْهِنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنْ تُكُلِّمَ بِشَرٍّ كَانَ كَفَّارَةً لَهُ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ . رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৫০ | মুসলিম বাংলা