মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪২৬
৫. প্রথম অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) বলেন, আহযাব যুদ্ধের সময় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের প্রতি বদদো'আ করিয়া বলিয়াছেন : “হে কিতাব অবতীর্ণকারী ও সত্বর বিচারকারী খোদা! হে খোদা, তুমি পরাজিত কর সম্মিলিত শক্তিকে; হে খোদা, পরাজিত কর তাহাদিগকে এবং পদস্খলিত কর তাহাদিগকে।” – মোত্তাঃ
وَعَنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمِ الأحزابَ اللهُمَّ اهزمهم وزلزلهم»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪২৬ | মুসলিম বাংলা