মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪২৫
৫. প্রথম অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪২৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধ, হজ্জ বা ওমরা হইতে ফিরিতেন, প্রত্যেক উঁচু জায়গায় তিনবার তকবীর বলিতেন, অতঃপর বলিতেন, “আল্লাহ্ ভিন্ন কোন মা'বূদ নাই, তিনি এক, তাহার কোন শরীক নাই, তাহারই রাজত্ব, তাহারই প্রশংসা এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আমরা ফিরিতেছি তওবাকারী, এবাদতকারী, সজদাকারী এবং আমাদের প্রভু পরওয়ারদেগারেরই প্রশংসাকারীরূপে। আল্লাহ্ সত্যে পরিণত করিয়াছেন তাঁহার প্রতিশ্রুতিকে, জয়ী করিয়াছেন তাঁহার বান্দাকে এবং পরাজিত করিয়াছেন সম্মিলিত শক্তিকে একা।” –মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ يُكَبِّرُ عَلَى كُلِّ شَرَفٍ مِنَ الْأَرْضِ ثَلَاثَ تَكْبِيرَاتٍ ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كلِّ شيءٍ قديرٌ آيِبونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ»

হাদীসের ব্যাখ্যা:

‘সম্মিলিত শক্তি'—শব্দ দ্বারা তিনি সম্ভবতঃ 'আহযাব' যুদ্ধের মিলিত শক্তিপুঞ্জের দিকেই ইঙ্গিত করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪২৫ | মুসলিম বাংলা