মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৯২
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিতেন যখন সন্ধ্যায় উপনীত হইতেন, আমরা সন্ধ্যায় উপনীত হইলাম আর রাজ্য সন্ধ্যায় উপনীত হইল আল্লাহর উদ্দেশ্যে। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই, তিনি এক, তাহার কোন শরীক নাই, তাহারই রাজত্ব বা শাসন, তাঁহারই জন্য প্রশংসা আর তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। আমি তোমার নিকট চাহি এ রাতে যাহা আছে তাহার ভাল এবং ইহার পরে যাহা আছে তাহার ভাল, আর আমি তোমার নিকট পানাহ চাহি এ রাতে যাহা আছে তাহার মন্দ হইতে, এবং ইহার পরে যাহা আছে তাহার মন্দ হইতে। পরওয়ারদেগার! আমি তোমার নিকট পানাহ্ চাহি অলসতা হইতে এবং বার্ধক্যের মন্দ হইতে অথবা বলিয়াছেন, কুফরীর মন্দ হইতে। আর অপর বর্ণনায় আছে, বার্ধক্যের মন্দ ও দাম্ভিকতা হইতে। পরওয়ারদেগার! আমি তোমার নিকট পানাহ্ চাহি দোযখের শাস্তি হইতে এবং কবরের শাস্তি হইতে। আর যখন তিনি সকালে উপনীত হইতেন তাহা বলিতেন; বলিতেন, “আমরা সকালে উপনীত হইলাম আর রাজ্যও সকালে উপনীত হইল আল্লাহর উদ্দেশ্যে।" —আবু দাউদ ও তিরমিযী। তবে তিরমিযীর রেওয়ায়তে من سوءِ الكفرِ শব্দটির উল্লেখ নাই।
وَعَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا أَمْسَى: «أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَمِنْ سُوءِ الْكِبَرِ أَوِ الْكُفْرِ» . وَفِي رِوَايَةٍ: «مِنْ سُوءِ الْكِبَرِ وَالْكِبْرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ» . وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا: «أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَفِي رِوَايَتِهِ لم يذكر: «من سوءِ الكفرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৯২ | মুসলিম বাংলা