মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৯৩
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯৩। নবী করীম (ﷺ)-এর কোন কন্যা হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) তাঁহাকে শিক্ষা দিতেন এবং বলিতেন, তুমি বলিবে, যখন ভোরে উঠিবে— “আল্লাহর পবিত্রতা তাঁহার প্রশংসার সাথে; কাহারও কোন শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া, যাহা আল্লাহ্ চান তাহাই হয়, আর যাহা তিনি চান না, তাহা হয় না। আমি জানি, আল্লাহ্ সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, আর আল্লাহ্ সমস্ত জিনিসকে জ্ঞান দ্বারা ঘিরিয়া রাখিয়াছেন।” –যে ইহা বলিবে, যখন সকালে উঠিবে, সে হেফাযতে থাকিবে যাবৎ না সন্ধ্যায় উপনীত হয়, আর যে ইহা বলিবে যখন সন্ধ্যায় উপনীত হয়, সে হেফাযতে থাকিবে যাবৎ না সকালে উঠে। —আবু দাউদ
وَعَنْ بَعْضِ بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهَا فَيَقُولُ: قُولِي حِينَ تُصْبِحِينَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مَا شَاءَ اللَّهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا فَإِنَّهُ مَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ حُفِظَ حَتَّى يُمْسِيَ وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي حُفِظَ حَتَّى يصبح . رَوَاهُ أَبُو دَاوُد
