মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৯১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯১। হযরত আবান ইবনে ওসমান (রাঃ) বলেন, আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি; রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে এবং প্রত্যেক রাত্রি সন্ধ্যায় তিন বার বলিবে “আল্লাহর নামে যাঁহার নামের সাথে যমীন ও আসমানে কোন কিছুই ক্ষতি করিতে পারে না, আর তিনি হইতেছেন শ্রোতা ও জ্ঞাতা”— তাহাকে কোন কিছুই ক্ষতি করে এমন হইতে পারে না। পরবর্তী রাবী বলেন, আবানকে পক্ষাঘাত আক্রমণ করিয়াছিল, তাই শ্রোতা তাহার দিকে দেখিতেছিল। তখন আবান তাহাকে বলিলেন, আমার দিকে দেখিতেছ কি? নিশ্চয়ই হাদীস আমি যাহা বর্ণনা করিয়াছি তাহাই—তবে আমি সেদিন ইহা বলি নাই, “যাহাতে আল্লাহ্ আমাতে তাঁহার পূর্ব নির্ধারণ কার্যকরী করেন।” —তিরমিযী, ইবনে মাজাহ্ ও আবু দাউদ
কিন্তু আবু দাউদের অপর বর্ণনায় আছে, সে রাতে তাহার প্রতি কোন আকস্মিক বিপদ পৌঁছিবে না যাবৎ না সকাল হয়, আর যে উহা সকালে বলিবে তাহার প্রতি কোন আকস্মিক বিপদ পৌঁছিবে না যাবৎ না সন্ধ্যা হয়।
কিন্তু আবু দাউদের অপর বর্ণনায় আছে, সে রাতে তাহার প্রতি কোন আকস্মিক বিপদ পৌঁছিবে না যাবৎ না সকাল হয়, আর যে উহা সকালে বলিবে তাহার প্রতি কোন আকস্মিক বিপদ পৌঁছিবে না যাবৎ না সন্ধ্যা হয়।
وَعَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ فَيَضُرَّهُ شَيْءٌ» . فَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفُ فَالَجٍ فَجَعَلَ الرَّجُلَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ: مَا تَنْظُرُ إِلَيَّ؟ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَيَّ قَدَرَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه وَأَبُو دَاوُد وَفِي رِوَايَته: «لَمْ تُصِبْهُ فُجَاءَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ لَمْ تُصِبْهُ فُجَاءَةُ بَلَاءٍ حَتَّى يُمسيَ»
