মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৯০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) বলিয়াছেন, একদা আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে একটি দো'আর নির্দেশ দিন যাহা আমি যখন সকালে উঠি এবং সন্ধ্যায় উপনীত হই তখন বলিতে পারি। হুযূর বলিলেনঃ তুমি বলিবে, “আল্লাহ্ ! যিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা, আসমান ও যমীনের স্রষ্টা, প্রত্যেক বস্তুর পালক ও অধিকারী— আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই, আমি তোমার শরণ লই আমার মনের মন্দ হইতে, শয়তানের মন্দ ও তাহার শিরক হইতে।” বলিবে তুমি উহা যখন সকালে উঠিবে, যখন সন্ধ্যায় উপনীত হইবে এবং যখন তুমি তোমার শয্যা গ্রহণ করিবে। — তিরমিযী, আবু দাউদ ও দারেমী
وَعنهُ قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِشَيْءٍ أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ قَالَ: «قُلِ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مضجعك» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৯০ | মুসলিম বাংলা