মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭৯
৩. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৯। হযরত সওবান (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ বান্দা আল্লাহর সন্তোষ লাভ করিতে চায় আর উহার চেষ্টা করিতে থাকে। ফলে আল্লাহ্ আযযা ওয়াজাল্লা জিবরাঈলকে বলেন, আমার অমুক বান্দা আমাকে সন্তুষ্ট করিতে চায়। জানিয়া লও—তাহার প্রতি আমার দয়া রহিয়াছে। তখন জিবরাঈল বলেন, আল্লাহর দয়া অমুকের প্রতি, আর এইরূপ বলেন আরশ বহনকারীগণ এবং তাহাদের পার্শ্বের ফিরিশতাগণ —অবশেষে ঐরূপ বলে সপ্ত আসমানের অধিবাসীগণ। অতঃপর দয়া তাহার জন্য অবতীর্ণ হয় যমীনের দিকে। – আহমদ
وَعَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الْعَبْدَ لَيَلْتَمِسُ مَرْضَاةَ اللَّهِ فَلَا يَزَالُ بِذَلِكَ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لجبريل: إِن فلَانا عَبدِي يتلمس أَنْ يُرْضِيَنِي أَلَا وَإِنَّ رَحْمَتِي عَلَيْهِ فَيَقُولُ جِبْرِيلُ: رَحْمَةُ اللَّهِ عَلَى فُلَانٍ وَيَقُولُهَا حَمَلَةُ العرشِ ويقولُها مَن حَولهمْ حَتَّى يَقُولُهَا أَهْلُ السَّمَاوَاتِ السَّبْعِ ثُمَّ تَهْبِطُ لَهُ إِلى الأَرْض . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৭৯ | মুসলিম বাংলা